নেত্রকোণায় এসডিজি অর্জনে বিনিয়োগ উদ্যোক্তা সৃষ্টি বিষয়ক কর্মশালা

বিশেষ প্রতিনিধি: টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে স্থানীয়করণ, বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্তা সৃষ্টি বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা রবিবার নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন আয়োজিত এবং নেত্রকোনা জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমানের (যুগ্ম সচিব) সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমীন, ডেপুটি সিভিল সার্জ্জন ডাঃ নীলোৎপল তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম কামরুল হাসান শাহীন, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, বিএনপিসের আলী আমজাদ খান, সাংবাদিক পল্লব চক্রবর্তী।
কর্মশালায় প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ মোজাম্মেল হক কর্মশালার উদ্দেশ্য ও করণীয় সম্পর্কে অংশগ্রহণকার দের অবহিত করেন।
এসময় নেত্রকোনা জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান (যুগ্ম সচিব) নেত্রকোণার সম্ভাবনাময় বিষয়গুলো তুলে ধরে সরকারের টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে অংশ নিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
এর আগে কর্মশালায় ১০ গ্রুপে বিভক্ত হয়ে এসডিজি অর্জনে নেত্রকোনা জেলা কি ভাবে সম্পৃক্ত হতে পারে এবং দেশের সাথে তাল মিলিয়ে উন্নয়ন কর্মকান্ডে অংশ নিতে পারে সে বিষয়ে গ্রুপ ওয়ার্কের কাজ করা হয়।
এসময় জেলার সমস্যা সম্ভবনা এবং করণীয় সর্ম্পকে কর্মশালায় অংশগ্রহণকারীরা মতামত দেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।