
ময়মনসিংহ প্রতিনিধি: ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের কণ্ঠস্বর নকল করে প্রতারণা করায় ময়মনসিংহে স্বপন মন্ডল (৩৫) নামে প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরের জেলা পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
তিনি জানান, একটি চক্র কয়েক মাস ধরে ধর্মমন্ত্রীর কণ্ঠস্বর নকল ও ভালুকার সংসদ সদস্য এম আমানউল্লাহর পিএস পরিচয়ে প্রতারণা করে আসছিল। তারা জেলার বিভিন্ন সরকারি চাকরিজীবীকে বদলিসহ বিভিন্ন লোভ দেখিয়ে টাকা নিচ্ছিলেন। রোববার রাতে ভালুকা উপজেলা থেকে এই প্রতারক চক্রের মূল হোতা স্বপনকে গ্রেপ্তার করা হয়।