
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ৪৩নং বড়বাট্টা প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করা হয়েছে।
সোমবার বিকালে নেত্রকোনা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাস শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনকে কেন্দ্র আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি।
বড়বাট্টা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, দূর্গাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আকন্দ প্রমূখ।