
উবায়দুল হক, ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছার চাঞ্চল্যকর গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার প্রধান আসামি শফিককে (২৫) গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
শনিবার দুপুরে র্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১৪’র অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে মুক্তাগাছার কালীবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি জানান, গত তিন মাস আগে গ্রেপ্তারকৃত আসামি শফিকের সাথে ভুক্তভোগীর সাথে মোবাইলে পরিচয় হয় এবং এক পর্যায়ে শফিক তার সাথে প্রেমের অভিনয় করে। গত ১১ নভেম্বর সে ওই মেয়েকে বিয়ে করার আশ্বাস দিয়ে তার নিজস্ব ঠিকানা জেলার মুক্তাগাছার কালিকাপুরে আসতে বলে। মেয়েটি আশ্বাসের প্রেক্ষিতে ওই স্থানে পৌঁছলে আসামি শফিক ও তার সহযোগী সাহেব আলী (২২) জোরপূর্বক বাঁশঝাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ১২ ডিসেম্বর মুক্তগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন।