
স্টাফ রিপোর্টার: নেত্রকোনার দশটি উপজেলার ৮৬ টি ইউনিয়নে ২২৬৪ টি কেন্দ্রে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ কে এম ফজলুল হক এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোনার সিভিল সার্জন ডা. মোঃ তাজুল ইসলাম খান, ডেপুটি সিভিল সার্জন ডা. নিলোৎপল তালুকদার, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান কবীর ও ডা. মৃদুল দেবনাথ প্রমূখ।
সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, জেলা সদরসহ দশটি উপজেলার ৮৬ টি ইউনিয়নে ২২৬৪ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ খাওয়াতে ৪৫২৮ জন কর্মী কাজ করেছেন। এ ক্যাম্পেইনে ৩,৫৬,৫৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট রয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের।
তিনি আরো জানান, ৬-১১ মাসের ৩৬৬২২ জন শিশুর প্রত্যেকে খাবে ১ টি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাসের ৩১৯৯৭২ জন শিশুর প্রত্যেকে খাবে ১ টি করে লাল রঙের ক্যাপসুল।
শনিবার ছাড়াও নেত্রকোণার দুর্গম অঞ্চল মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী ও কেন্দুয়ায় পরবর্তী আরো চারদিন চলবে ভিটামিন এ ক্যাম্পেইন।