
স্টাফ রিপোর্টার: নেত্রকোণায় কর্মরত সাংবাদিকদের নিয়ে শুক্রবার দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এডভোকেট এ.বি.এম রফিকুল হক তালুকদার রাজা মতবিনিময় করেছেন।
এসময় এডভোকেট এ.বি.এম রফিকুল হক তালুকদার রাজা সাংবাদিকদের বলেন, ‘নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশা করছেন। বিএনপি মনোনয়ন দিলে তিনি নেত্রকোণার অবহেলিত হাওরাঞ্চল নিয়ে তিনি কাজ করতে চান।
তিনি আরো বলেন, আমি হাওর এলাকার মানুষের সেবা করতে চাই। প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আমি রাজনৈতিক পরিবারের সদস্য। সেজন্য সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন’।
তিনি আরোও বলেন,‘নেত্রকোনা-৪ আসনের বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের নিয়ে আলোচনা করবেন। তৃণমূল পর্যায়ে গিয়ে মত বিনিময় করে এলাকার মানুষের পাশে দাঁড়াতে হবে। সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলেও জানান তিনি।
এডভোকেট এ.বি.এম রফিকুল হক তালুকদার রাজা বাংলাদেশ সুপ্রীম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক ও নেত্রকোনা জেলা বিএনপির কার্যকরী কমিটির সাবেক সদস্য। এছাড়াও বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সাবেক নির্বাচিত সদস্য। মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।