
ময়মনসিংহ প্রতিনিধি: বিশ্ব ইজতেমার অংশ হিসেবে ময়মনসিংহে চতুর্থবারের মত তাবলীগ জামায়াতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
শনিবার দুপুরে কাকরাইলের মুরুব্বী বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোঃ রবিউল হক এ মোনাজাত পরিচালনা করেন। এ সময় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনায় দোয়া করা হয়।
আয়োজকরা জানান, তিনদিনের এই ইজতেমায় পাঁচ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লী দ্বীনের বয়ান শুনেন এবং মোনাজতে অংশগ্রহন করেন। পরে এ জেলা ইজতেমা হতে তিন চিল্লা ও এক চিল্লায় ৪ শতাধিক জামায়াত দেশের বিভিন্ন উপজেলায় রওনা হয়েছেন।
ইজতেমার আখেরি মোনাজাতে ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, জেলা প্রশাসক মো: খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, র্যাব-১৪ ময়মনসিংহ অধিনায়ক লে. কর্ণেল মো: শরীফুল ইলাম, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামূল হক টিটু প্রমুখ অংশ নেন।
জানাযায়, ময়মনসিংহে বাইপাস সড়কের বাড়েরাস্থ প্রায় ৫০ একর জমিতে নির্মিত প্যান্ডেলে তিনদিনের ইজতেমায় কাকরাইলসহ তাবলীগ জামায়াতের বিশিষ্ট মুরুব্বীগণ বয়ান করেন। দুনিয়ার মানুষ কিভাবে আল্লাহ ওয়ালা ও ইমান ওয়ালা হয়, জাহান্নাম থেকে রক্ষা পেয়ে যাতে জান্নাতে যেতে পারে,এই লক্ষ্যে নিয়ে আঞ্চলিক ইজতেমা আলোচনা করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, পুলিশের পক্ষ থেকে মুসল্লীদের সার্বিক নিরাপত্তায়, সন্ত্রাস ও নাশকতাসহ অপরাধ দমনে পুরো ইজতেমা মাঠে সিসি ক্যামেরা, গোয়েন্দা নজরদারি, ওয়াচ টাওয়ার বসিয়ে নজরদারিসহ ৬ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়।
প্রসঙ্গত, ময়মনসিংহ জেলায় ২০০৩ সালে প্রথম আঞ্চলিক ইজমেতা হয় এরপর ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৫ সালে তৃতীয় এবং ২০১৭ সালের ২১-২৩ ডিসেম্বর ৪র্থ জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়।