প্রয়াত আ.লীগ নেতা এমদাদুল হক ভূঞার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে- অসীম কুমার উকিল

মো. জিয়াউর রহমান, কেন্দুয়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী অসীম কুমার উকিল বলেছেন, ‘প্রয়াত এমদাদুল হক ভূঞা আওয়ামী লীগের জন্য একজন নিবেদিত নেতা ছিলেন। তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে’।
শুক্রবার সকালে দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের চারিতলা গ্রামে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা এমদাদুল হক ভূঞার শোক সন্তপ্ত পরিবারের খোঁজ নিতে তার বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন। সেখানে অসীম কুমার উকিল প্রয়াত এমদাদুল হক ভূঞার আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভূইয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি শাজাহান ভূঞা, মোজাফরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক মোস্তাফিউজুর রহমান বিপুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, আওয়ামী লীগ নেতা দীপক ব্যানার্জী, সাবেক যুবলীগ নেতা তাজুল ইসলাম তাজু, সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবীর ভূঞা, আবীর আহমেদ খান রুজেলসহ অন্যরা তার সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে নিজ বাড়িতে অসুস্থ্যতাজনিত কারণে মৃত্যুবরণ করেন এমদাদুল হক ভূঞা। তিনি কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছাড়াও সাজিউড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরে অসীম কুমার উকিল আটপাড়া উপজেলার আরও দুটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।