
ত্রিশাল প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগে শুরূ হয়েছে “৩য় বার্ষিক নাট্যোৎসব ২০১৭” শুক্রবার মঞ্চস্থ হয়েছে’নোবেল জয়ী ইউজীন ও’নীলের বিখ্যাত নাটক ডিজায়ার আন্ডার দ্যা এলমস। নাটকটি বাংলায় অনুবাদ করেছে কবীর চৌধুরী
নাটকটি নির্দেশনা দিয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী বাঁধন চন্দ্র পাল৷
নির্দেশক বাঁধন চন্দ্র পাল বলেন, “থিয়েটারের প্রাণ তো অভিনয়, রক্ত-মাংসে গড়া মানুষের আবেগ-অনুভূতির সঞ্চালনের মধ্য দিয়েই তো নাট্যমঞ্চে প্রাণ জেগে ওঠে৷ আমেরিকান নাট্যকার ইউজীন ও’নীল এর “ডিজায়ার আন্ডার দ্যা এলমস” নাটকটি মঞ্চস্থ করতে পেয়ে আমি আনন্দিত। নাটকটির কাহিনী জটিল থাকা সত্ত্বেও মঞ্চে সহজতর ভাবে পরিবেশনার চেষ্টা করেছি । নাটকটিতে মানুষের জীবন চেতনা, বেদনা, নারীর প্রতি অবহেলা, সম্পত্তির লোভ লালসা ও পরম্পরার প্রতি অন্ধ বিশ্বাস তা তুলে ধরা হয়েছে ।”
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে রাকায়েত রাব্বী, কৃপাময় কর কৌশিক, হুমায়রা আক্তার কচি, জোবায়ের মোকাররম ইমন, ফজলে রাব্বী৷
উল্লেখ্য, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নাট্য প্রযোজনা (ব্যবহারিক) পরীার আওতায় দেশ ও বিদেশের স্বনামধন্য নাট্যকারের ২৪ টি নাটক ৮ দিন ব্যাপী (১৪-২২ ডিসেম্বর) নাট্যকলা থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে ৷