গৌরীপুরে ছাগলের অদ্ভুদ বাচ্চা প্রসব !

মো. আনোয়ার হোসেন, গৌরীপুর থেকে: ছাগলের প্রসবকৃত ‘অদ্ভুত আকৃতি বাচ্চা’ নিয়ে ময়মনসিংহের গৌরীপুরে তোলপাড়। দেখতে ভয়ংকর ‘অদ্ভুদাকার’ এক মুখমন্ডল। এটি উপজেলার শালীহর গ্রামের মুন্সীর চক এলাকার কৃষক ইদ্রিছ আলীর বাড়িতে মঙ্গলবার রাত ৭টায় ছাগলের এ বাচ্চা প্রসব হয়। প্রায় ১২ঘন্টা জীবিত ছিলো। বুধবার সকালে মারা যায়।
বাচ্চাটি প্রসবের পরপর ছড়িয়ে পড়ে ছাগলের পেটে জন্ম নিয়েছে মনুষ্যাকৃতির বাচ্চা! এরপর উপচেপড়া মানুষের ভিড় জমে উঠে। প্রত্যদর্শীদের বর্ণনামতে, প্রসবকৃত ছাগলের মুখমন্ডল দেখতে কাটা জাম্বুরার মতো লালচে, যার মধ্যে জিহ্বা ও চোখও আছে। মাথাটা মনুষ্য আকৃতির, চুলও খাটো। কপালটা অস্বাভাবিক বড়ো। তবে সিং নেই। যা দেখার পর প্রচার হয় এটা ‘ভূতের বাচ্চা’! দেখতে এসে অনেকে ভয়ও পান।
মৃত ওমর আলীর পুত্র মো. ইদ্রিছ আলী জানান, দুই বছর বয়সী এ ছাগলটি দ্বিতীয়বার গর্ভধারণ করেছিলো। প্রথম শাবক বাচ্চা সুস্থ্য ছিলো, দ্বিতীয়বার এমন অস্বাভাবিক বাচ্চা প্রসবের ঘটনা ঘটে। তবে মা ছাগলটি সুস্থ্য রয়েছে। ইদ্রিছ আলীর স্ত্রী খোদেজা খাতুন জানান, এমন দৃশ্য কখনও দেখি নাই। ভয় লাগে! আরেক দর্শনার্থী রাবেয়া খাতুন জানান, দেখলেই আতঙ্কে উঠি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি বেজড ডেইরি ভেটেরিনারী ফাউ-েশনের কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান জানান, এটি জন্মগত ত্রুটি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।