ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোন অনিয়ম সহ্য করা হবেনা-খালিয়াজুরীর ইউএনও

স্বাগত সরকার শুভ : আগাম বন্যায় ক্ষতিগ্রস্থ বেরিবাধ পরিদর্শনে বৃহষ্পতিবার সকালে হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, নদী/খাল পুনঃ খননের জন্য পরিদর্শন করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার-সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। খালিয়াজুরীর নগর ইউনিয়নের নগরের বাধ,বাঘানী ধৈলং কাঢোর সহ বেশ কয়েকটি বেরিবাধ পরিদর্শন করেন ইউএনও। এসময় উপস্থিত ছিলেন নগর ইউপি চেয়ারম্যান বাবু হরিধন সরকার,পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী প্রমুখ। নগর ইউনিয়নের চেয়ারম্যান বাবু হরিধন সরকার বলেন, হাওরে এখনো পানি না কমায় ধানের ছাড়া রোপণ করা সম্ভব হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্ল­াহ আল মামুন জানান, বেরিবাধ নির্মাণ পর্যন্ত ধারাবাহিক পরিদর্শন চলবে, বেরিবাধ নির্মাণে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবেনা। অনিয়মের খবর পাওয়া গেলে প্রয়োজনে মোবাইল কোর্ট বসিয়ে সাথে সাথে শাস্তি প্রদান করা হবে। চলতি বছর আগাম বন্যায় বছরের একমাত্র ফসলের ৯৯ ভাগ ফসলের ক্ষতি হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।