শিগ্রুই আসছে শাখাওয়াত হোসের মিঠুর পরিচালনায় জানেমান রোমান্টিক মিউজিক ভিডিও

 তোফাজ্জল হোসেন: তরুন পরিচালক সাখাওয়াত হোসেন মিঠুর নির্দেশনায় মুকুল জামিলের মিউজিক ভিডিও।গত মাসে দুবাই শহরের বিভিন্ন জায়গাতে ভিডিও চিত্র শেষ করলেন গুনি চিত্র পরিচালক সাখাওয়াত হোসেন মিঠু মুকুল জামিলের একক গানের মিউজিক ভিডিও। গানটির সুর করেছেন অনিক সাহান। গানটির পরিচালনা করেছেন সাখাওয়াত হোসেন মিঠু।গানটির কথা জানেমন। গানটিতে মডেলিং করেছেন এই সময়ে জনপ্রিয় দুই শিল্পী ফারদিন খান ও অদিতি।এই গাব্ন টি নিয়ে মুকুল জামিল খুব আশাবাদী।আর সাখাওয়াত হোসেন মিঠুর সাথে কথা বলে জানা যায় এই গানটি আশা করি সবার ভালো লাগবে।কেন না নতুন কিছু যুক্ত করা হয়েছে।দশক মজা পাবে আশা করা যাচ্ছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।