নাটোরে দুই মাদক ব্যবসায়ী আটক

নাটোর প্রতিনিধি: নাটোরে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার ভোরে সদর উপজেলার মাঝদিঘা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, একই গ্রামের হাসেম মোল্লার স্ত্রী নুরজাহান বেগম (৩০) এবং মৃত হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।
নাটোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাঝদিঘা গ্রামে মাদক ব্যবসায়ী নুরজাহান বেগমের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় তার শোবার ঘরে মাটির নিচে গর্ত করে রাখা ৭০ বোতল ফেনসিডিল ও ২০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে নুরজাহান বেগম ও তার সহযোগি আলমকে আটক করা হয়। এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।