নেত্রকোনায় ৫০পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

হানিফ উল্লাহ আকাশ: মহান বিজয় দিবস উপলক্ষে নেত্রকোনায় ৫০ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে পুলিশ প্রশাসন। সোমবার সকাল ১১ টায় জেলা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো.আশরাফুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং মো. রুকনুজ্জামান,সহকারী পুলিশ সুপার সদর মো. সাজ্জাদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরল আমিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে ১৯৭১ সালের পুলিশ মুক্তিযোদ্ধাদের মধ্যে সে দিনের সেই ভয়াল কালো রাতের স্মৃতিচারণ করেন রাজারবাগ পুলিশ লাইন্সের প্রথম প্রতিরোধ মুক্তিযোদ্ধা ও তৎকালীন ওয়ারলেস ওপারেটর মো. শাহজান মিয়া। পরে ৫০ জন মুক্তিযোদ্ধাকে সন্মানা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি। এ সময় পুলিশ মুক্তিযোদ্ধা, তাদেও পরিবারের সদস্য,পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা,সাংবাদিক সহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।