আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে নেত্রকোণায় রাষ্ট্র দ্রোহ মামলা

বিশেষ প্রতিনিধি: আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে নেত্রকোণা অতিরিক্ত চীফ জুডিশিয়াল কোর্টের হাকিম আলমগীর কবীর শিপর এর আদালতে রাষ্ট্র দ্রোহ মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এডভোকেট জিএম পাঠান খান বিমল বাদি হয়ে চারটি ধারায় ( ১২০ এর (ক) (খ) ১২৪ (খ) ও ৫০০ দন্ড বিধিতে ) অভিযোগ এন মামলাটি রুজু করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে নেত্রকোণা সদর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। জি আর মামলা নং ৫৬৬(১) ১৭
মামলার বাদি এডভোকেট জিএম পাঠান খান বিমল জানান, চলতি মাসের ৫ ডিসেম্বর আসামী মাহমুদুর রহমান জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন গণমাধ্যমের সামনে যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্র দ্রোহিতার শামিল। মামলায় বলা হয়েছে,“ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয়, তাছাড়া প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ম্যুাড়াল রাখা উচিত নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া হয়েছে। তাই ন্যায় বিচারের স্বার্থে তিনি আদালতের স্মরণাপন্ন হয়েছেন।
নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি এডভোকেট সাইফুল ইসলাম জানান, আদালত মামলাটি আমলে নিয়ে নেত্রকোণা সদর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।