মহান বিজয় দিবসে এআরএফবি’র আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি : আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার সাকুয়া এআরএফবি কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সম্মাননা, শিশুদের মাঝে পুরস্কার বিতরণ ও মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় নেত্রকোনা শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি ও সাপ্তাহিক কৃষকের বাণী পত্রিকার সম্পাদক আলী আমজাদ এর সভাপতিতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার আনিছুর রহমান,বিশেষ অথিতি বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, দৈসিক জননেত্র পত্রিকার সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এম মুখলেছুর রহমান খান, এডভোকেট নূরুল আলম খান, এআরএফবি এর চেয়ারম্যান দিলওয়ার খান, ডিয়ার ছোয়াদ হজ্জ্ব ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার আলহাজ্জ মোস্তাফিজুর রহমান খান, আরজেএফ এর সাধারণ সম্পাদক সুজাদুল ইসলাম ফারাস, চল্লিশা ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার ফকির, মুক্তিযোদ্ধা অব: লায়েন্স নায়েক গোপাল চন্দ্র নাগ, গিয়াস উদ্দিন, চল্লিশা ইউপি সদস্য মঞ্জুরুল হক ও মিলন খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক দেবাশীষ সরকার শ্যামল।আলোচনা শেষে শিশু-কিশোরদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।