ময়মনসিংহে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা পুষ্পস্তবক অর্পণ

ময়মনসিংহ থেকে দেলোয়ার হোসেন: ময়মনসিংহের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনে লোকারণ্যে রূপ নিয়েছে । বঙ্গবন্ধুর বাংলাদেশকে জঙ্গিবাদমুক্ত রাখতে বিজয়োল্লাসে মুখর হয়ে উঠেছে গোটা স্মৃতিসৌধ এলাকা। মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে
আনুষ্ঠানিকতার শুরুতেই নানা আয়োজনের মধ্যদিয়ে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস এ উপলক্ষে সূর্যাদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে স্বাধীনতার জন্য আত্মোৎস্বর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।
এরপর পর্যায়ক্রমে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম.সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান,জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,নিবেদন করেন শ্রদ্ধার্ঘ্য।
এছাড়াও জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগ,জেলা বিএনপি,জেলা জাতীয় পার্টিসহ পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।
জেলা বিএনপি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও দলীয় নেতা-কর্মীরা।
মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদের নেতৃত্বে স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতা-কর্মীরা।
জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেনের নেতৃত্বেও শহীদদের প্রতি নিবেদন করেন শ্রদ্ধাঞ্জলি।
ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেনের নেতৃত্বে প্রত্রিকার ও টেলিভিশনের সাংবাদিকরা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ।
পরে সকালে ময়মনসিংহ রফিক উদ্দিন ভূয়া স্টেডিয়ামে কুচকাওয়াজের সালাম গ্রহণ অনুষ্ঠান শেষে শারিরীক কসরত প্রদর্শন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।