
মদন প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও উৎসব মূখর পরিবেশে নানা কর্মসূচি পালনের মাধ্যমে নেত্রকোনার মদনে শনিবার জাতীয় বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। ৩১ বার তোপধ্বন্নির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পুস্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাআওয়াজ,শরীর চর্চা প্রদর্শনী, আলোচনা সভা, বিশেষ মোনাজাত, উন্নত খাবার পরিবেশন, প্রীতি ফুটবল প্রতিযোগীতা, মুক্তিযোদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবলটি পালিত হয়। উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ নানা কর্মসূচি পালনের মাধ্যমে দিবসটি উদ্যাপন করেন।