দুর্গাপুরে মহান বিজয় দিবস উদযাপিত

দুর্গাপুর প্রতিনিধি: সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপদ্ধনির মাধ্যমে দিবসের সুচনা ঘটে।এর পর পরই শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল,উপজেলা প্রশাসন,শিক্ষা ও সামাজিক প্রতিষ্টান গুলি পুষ্পার্ঘ অর্পন করে।সুসং সরকারী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস,উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান,সিনিয়র এএসপি দুর্গাপুর সার্কেল শিবলী সাদিক, ইউএনও মামুনুর রশীদ। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করার পর পুলিশ, আনসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলি কুচকাওয়াজ ও শারীরিক কসরত উপস্থাপন করে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।