কলমাকান্দায় মহান বিজয় দিবস উদযাপিত

কলমাকান্দা প্রতিনিধি : কলমাকান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীতে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন,আওয়ামী লীগ,বিএনপি,জাতীয় পর্টি,কমিউনিষ্ট, মুক্তিযোদ্ধা সংসদ, যুগান্তর স্বজন সমাবেশ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। পরে উপজেলা অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে ইউএনও আরিফুজ্জানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মো. ফখরুল ইসলাম ফিরোজ, চন্দন বিশ্বাস, আনোয়ার হোসেন আজাদ, আশরাফুল ছিদ্দিক ও সুলতান গিয়াস উদ্দিন প্রমূখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।