সমাজ বিনির্মাণে ‘আদর্শ কেন্দুয়া’র উদ্বোধন

বিশেষ প্রতিনিধি: সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক সহ সামাজিক সকল ধরনের অপরাধ প্রতিহত করণ ও আদর্শ সমাজ গড়ার প্রত্যয় নিয়ে নেত্রকোনা কেন্দুয়া উপজেলায় ২০১৬ সালে প্রতিষ্ঠিত ‘আদর্শ কেন্দুয়া’ নামক একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের জন্ম হয়। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীগণ এই স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
শুক্রবার কেন্দুয়া চিরাং রোডে প্রধান অতিথি হিসেবে জেলা কৃষকলীগের সভাপতি বাবু কেশব রঞ্জন সরকার সংগঠনটির নতুন অফিসঘর উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে ‘আদর্শ কেন্দুয়া’র কার্যক্রমকে এগিয়ে নেয়ার লক্ষ্যে একটি আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি সংগঠনের সদস‍্যদের উদ্দেশ্যে বলেন, দেশকে চূড়ান্ত সমৃদ্ধির দিকে নিতে হলে, আমাদের শিক্ষার্থীদের স্বাধীনতার চেতনাকে লালন করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহীন উদ্দিন আহমেদ, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন খান রুবেল, কেন্দুয়া কৃষক লীগের সভাপতি শাহজাহান ভূঁইয়া, কেন্দুয়া শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাজাহান ডেনি, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল ফারাহ দিপুল, নেত্রকোণা পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মুরাদ হাসান, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, ‘আদর্শয়া’ সংগঠনের সভাপতি ইয়াসির আরাফাত ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবীর হাসান খান প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।