শিক্ষকদের বেতন-স্কেল নির্ধারণের দাবীতে নেত্রকোনায় শিক্ষক মহাজোটের সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি: প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরের গ্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন-স্কেল নির্ধারণের দাবীতে শুক্রবার সকাল ১১টায় নেত্রকোনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নেত্রকোনা জেলা শাখার আহবায়ক আবু জাহিদ দুলদুল। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক নেতা জাকির হোসেন, কামাল আহমেদ ও আব্দুল মজিদসহ বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষক যে পদে যোগদান করেন, ঐ পদে থেকেই সাধারণত তাকে অবসর নিতে হয়। বেশীরভাগ শিক্ষকের চাকুরী জীবনে তাদের কোন পদোন্নতি নেই। প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সাথে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দিন দিন বেড়েই চলেছে। এটা শিক্ষক সমাজের কোন ভাবেই কাম্য নয়। সম্মেলনে নেতৃবৃন্দ আগামী ২২ ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরের গ্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন-স্কেল নির্ধারণ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। অন্যথায় আগামী ২৩ ডিসেম্বর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা আমরণ অনশন পালন করার ঘোষনা দেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।