
বিশেষ প্রতিনিধি: ফিলিস্তিনের জেরুজালেমকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক এক তরফা ভাবে ইসরাইলের রাজধানী ঘোষনার প্রতিবাদে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদ (বড় মসজিদ) প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ সমাবেশ করে।
হাফেজ মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে গাজী আব্দুর রহিমের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব কারী আব্দুর রাকিব, মাওঃ আব্দুল বারী, মাওঃ এমদাদুল হক, হাফেজ আবুল কাশেম, মাওঃ আব্দুল হালিম, মাওঃ হোসাইন আহমেদ, হাফেজ আবু বক্কর, মুহাম্মদউল্লাহ নাঈম ও মাষ্টার রফিকুল ইসলাম প্রমূখ। পরে বিক্ষোভকারীরা ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন।