
গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবসে শালীহর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন, আলোর মিছিল, বিজয়’৭১ পাদদেশে মোমবাতি প্রজ্বলন ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, বিশেষ অতিথি গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সহনাটী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, গৌরীপুর থানার অফিসার ইনর্চাজ দেলোয়ার আহম্মদ, অফিসার ইনর্চাজ (তদন্ত) তারিকুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জুয়েল আশরাফ, সিনিয়র মৎস্য অফিসার জান্নাত-এ-হুর, মহিলা বিষয়ক অফিসার সুলতানা বেগম আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. হেলাল উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, আব্দুল মুন্নাফ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন উপজেলা স্বজন সমাবেশের সভপতি মো. এমদাদুল হক, যুগ্ম সম্পাদক গোবিন্দ বণিক, সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান আরিফ, কোষাধ্যক্ষ আব্দুল বাসেত, সহ সম্পাদক মিলন মিয়া, সাংস্কৃতিক সম্পাদক আমিরুল মোমেনিন, পৌর স্বজনের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শরীফ প্রমুখ।