
এ কে এম আব্দুল্লাহ: এবারের একুশের বই মেলায় প্রকাশিত হতে যাচ্ছে তরুণ প্রতিশ্রুতিশীল কবি ও সাংস্কৃতিক কর্মী তানভীর জাহান চৌধুরী প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার প্রতিশোধ ভালোবাসাই নেবে’।
নেত্রকোনা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা ‘উত্তর আকাশ’ ও ‘সৃজনী’র সম্পাদক, বাংলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত খালেকদাদ চৌধুরীর দৌহিত্র তানভীর জাহান চৌধুরী কাব্যগ্রন্থে ৪৫টি কবিতা স্থান পেয়েছে। উদীয়মান এই কবির বেশীরভাগ কবিতায় প্রেম এবং বিরহের ছোঁয়া রয়েছে। এর মধ্যে দুটি কবিতার একটিতে ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন আর অপরটিতে তার পিতার মৃত্যুর প্রহরকে চমৎকার ভাষায় উপস্থাপন করা হয়েছে। এ প্রজন্মের আলোচিত প্রচ্ছদ শিল্পী ধ্রুব-এষ নিপূণ হাতের ছোয়ায় বইয়ের প্রচ্ছদটি অংকন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকের মাধ্যমে তার বিভিন্ন কবিতা প্রকাশিত হওয়ায় তরুণ প্রজন্মের পাঠকদের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে।