
বিশেষ প্রতিনিধি: ‘পরিবেশ রক্ষায় জলভুমিঃ প্রেক্ষাপট নেত্রকোনা’ শীর্ষক প্রেস ব্রিফিং অনুষ্ঠান বুধবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়। বেসরকারি প্রতিষ্ঠান আইইডির ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবি সংগঠন জনউদ্যোগ আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান। জনউদ্যোগ আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে মূল নিবন্ধ উপস্থাপন করেন বারসিকের নেত্রকোনা জেলার আঞ্চলিক সমন্বয়কারি অহিদুর রহমান। পরে বিষয়বস্তুর উপর আলোচনা করেন মুক্তিযোদ্ধা ও লেখক হায়দার জাহান চৌধুরী, কৃষক নেতাও মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, শিখর উন্নয়ন কর্মসূচির সভাপতি আফম রফিকুল ইসলাম খান আপেল, সাংবাদিক আলপনা বেগম, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, সাংবাদিক কামাল হোসেন, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি তানভীর জাহান চৌধুরী, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান এবং জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল। প্রেস ব্রিফিংয় জানানো হয় যে, নেত্রকোনা জেলার ১৩৪ টি হাওর, ৫৮টি নদী , ৮৬৫৪ টি পুকুর , ১৫৬টি বিলসহ জলাশয়গুলো যাতে দখলহীন থাকে এবং পরিবেশ রক্ষার জন্য এই সমস্ত জলাশয়গুলো তদারকির মাধ্যমে সংরক্ষন করা হয় সে ব্যাপারে প্রশাসনসহ দলমত নির্বিশেষে সকল মহলের প্রতি আহ্বান জানানো হয়।