
সালাহ উদ্দিন খান: নেত্রকোনা সরকারি কলেজ বাংলা বিভাগের ফেকলোর পর্ষদের উদ্যোগে বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকী স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার।
নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আফজালুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নেত্রকোনা সরকারি কলেজের উপাধক্ষ প্রফেসর মো. সিরাজুল ইসলাম, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, সহযোগি অধ্যাপক আবু সাঈদ, সহযোগি অধ্যাপক বিধান চন্দ্র মিত্র, কবি সরোজ মোস্তফা, উদীচী জেলা সংসদের সভাপতি মোজাম্মেল হক বাচ্চু প্রৃমুখ। বংশীবাদক মুখলেছুর বাঁশীর সুর বাজিয়ে বারী সিদ্দিকীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভা শেষে বাউল আজাদ মিয়া বাউল সঙ্গীত পরিবেশন করেন।