নেত্রকোনার মতিউর রহমান সিদ্দিকি আর নেই

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার প্রবীণ আইনজীবী ও জেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান সিদ্দিকি (৭৪) বুধবার রাত ৩ টায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……. রাজিউন)। তিনি স্ত্রীসহ একপুত্র ও দুই কন্যাসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃতুত্যে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, জেলা বিএনপির সভাপতি, আশরাফ উদ্দিন খান,জেলা মানবাধিকারের সভাপতি নুরুজ্জামান নুরু ও সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম সহ প্রমুখ। বুধবার দুপুরে জানাযা শেষে সাতপাই কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।