জঙ্গিবাদের বিরুদ্ধে নেত্রকোনায় গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু

বিশেষ প্রতিনিধি : নেত্রকোনায় জঙ্গিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম কর্মসূচীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় শহরের সাতপাই এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খসরু বীর প্রতিক।
স্থানীয় প্রবীণ ব্যাক্তিত্ব মো. রব্বানী উল্লাহ’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান। জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সমাজ সেবক লাল খানসহ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খুরশেদ আলম,আওয়ামীলীগ নেত্রী অর্পিতা খানম সুমী, মৌগাতি সহ আওয়ামীলীগ নেতা-কর্মী গণ।
এ সময় বক্তারা দেশ থেকে জঙ্গিবাদ নির্মূলের জন্য সকলকে ঐক্যবদ্ধ্য ভাবে কাজ করার আহবান জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।