বিনা প্রতিদ্বন্ধিতায় মদন প্রেসক্লাবের সভাপতি সম্পাদক নির্বাচিত

মদন প্রতিনিধি: মঙ্গলবার মদন প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে একক প্রার্থী থাকায় কার্যকরি কমিটির সভাপতি পদে মোঃ আল আমীন তালুকদার (ভোরের ডাক) ও সাধারণ সম্পাদক পদে আল মাহবোব আলম আল আমিনকে (ইত্তেফাক)নির্বাচিত ঘোষনা করেন নির্বাচনের আহ্বায়ক কমিটি। প্রেস ক্লাবের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ৭ ডিসেম্বর পূর্ব কমিটি বিলুপ্ত করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। নির্বাচন কমিটি কর্র্তৃক তফসিল ঘোষণার পর সভাপতি পদে দুইটি ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। মনোয়নপত্র প্রত্যাহারের দিন মঙ্গলবার সভাপতি প্রার্থী সামছুল আলম ভূঁইয়া প্রার্থীতা প্রত্যাহার করায় একক সভাপতি প্রার্থী ও সাধারণ সম্পাদক পদে আল মাহবোব আলম আল আমিন একক প্রার্থী থাকায় তাদেরকে আগামী ২ বছর মেয়াদে নির্বাচিত ঘোষণা করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠনের জন্য নবাগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানান নির্বাচন আহবায়ক।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।