
বিশেষ প্রতিনিধি: নেকোনার বারহাট্টায় কংস নদী থেকে নিঁেখাজের তিনদিন পর এনামুল হক (২২ ) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার দুপুরে বারহাট্টা উপজেলার গোপালপুর এলাকার কংস নদী থেকে স্বল্প দশাল গ্রামের আব্দুল জব্বারের ছেলে এনামূলের মরদেহ উদ্ধার করা হয়।
বারহাট্টা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রফিকুল ইসলাম জানায়, এনামুল ৮ ডিসেম্বর থেকে নিঁখোজ ছিল। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে সংবাদ দিলে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ এখনো জানা যায়নি বলেও তিনি জানান ।