নেত্রকোনায় জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবসে র‌্যালি

বিশেষ প্রতিনিধি: জাতীয় তথ্যও প্রযুক্তি দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে বিশাল এবং বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি নেত্রকোনা পাবলিক হল প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বর্তমান সরকারের তথ্যও প্রযুক্তির বিশাল অর্জনও সফলতা নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা মোঃ ওয়ালিউল্লাহ এবং জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থী ছাড়া প্রশাসনের আইসিটি ডিভিশনের কর্মকর্তাগন অংশ গ্রহন করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।