
এস,এস, সারোয়ার খোকন: নেত্রকোনার মোহনগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা ও শ্রেষ্ট জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে সোমবার দুপুরে এক বর্নাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মেহেদী মাহমুদ আকন্দর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আকম শফিকুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ জাহান, মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা শাহানাজ পারভিন প্রমুখ।
অনুষ্ঠানে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক সফল নারী অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোছাঃ শিরিণ আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে মোসা: সেলিনা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য হামিদা আক্তারকে সনদপত্র, সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।