
কেন্দুয়া প্রতিনিধি: সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নেত্রকোনা জেলা ও কেন্দুয়া উপজেলা পর্যায়ে জয়িতা সম্মাননা পেলেন, জেলা পরিষদ সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সালমা আক্তার। গত শনিবার দুপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কর্মসিূচর আওতায় প্রথমে তাকে কেন্দুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ। পরে বিকালে নেত্রকোনা মোক্তারপাড়া পাবলিক হল মিলনাতনেও জেলা পর্যায়ে তাকে জয়িতার সম্মাননা প্রদান করেন, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। জেলা ও উপজেলা পর্যায়ে জয়িতা সম্মাননাপ্রাপ্ত কেন্দুয়া উপজেলার সিলিমপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম ভূইয়ার স্ত্রী সালমা আক্তার (৫৪) জানান, ১৯৮৪ সালে তিনি কেন্দুয়া উপজেলার স্থানীয় ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে মনোনীত হন। পরে ক্রমান্বয়ে তিনি ইউপি চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য হিসেবে বিজয়ী হয়ে ১৮ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এসব দায়িত্ব পালন করার পাশাপাশি অসংখ্য ঝরে পড়া শিশুদের করেছেন স্কুলমুখি, কয়েকজন শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার সুবিধার্থে কিনে দিয়েছেন বাই-সাইকেল, শতাধিক নারী-পুরুষকে তৈরী করে দিয়েছেন কর্মস্থানের ব্যবস্থা ও বৃক্ষরোপনে রেখেছেন অনন্য ভূমিকা। এলাকায় বৃক্ষরোপনের জন্য তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কারও গ্রহণ করেছেন। বর্তমানে তিনি নেত্রকোনা জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসন-৩ এর নির্বাচিত সদস্য হিসেবে কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় কাজ করছেন।