আন্তর্জাতিক মানবাধিকার দিবসে নেত্রকোনায় বিএনপির মানববন্ধন

বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে রবিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে দেশে অপহরণ, গুম, খুন ও গুপ্ত হত্যা বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মানববন্ধন চলাকালে মানবাধিকার দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ উদ্দিন খান, সিঃ সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, সহ-সভাপতি আব্দুল ওয়াহাব ভূঁইয়া, সহ-সভাপতি সৈয়দ জাহেদুল আলম, যুগ্ম সম্পাদক সালাহ্উদ্দিন খান মিল্কী, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক, সহ সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাঃ সম্পাদক আমিনুল হক আমিন, কোষাধ্যক্ষ এস এম মুসা, সহ-সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান খসরু, তাতী বিষয়ক সম্পাদক শেখ বিল্লাল উদ্দিন সেলিম, যুব বিষয়ক সম্পাদক কামরুল হক, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুর রাজ্জাক, যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, সৈয়দ আজহারুল ইসলাম কমল, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হাই করিম, কৃষি বিষয়ক সম্পাদক সৈয়দ তোফায়েল আহমেদ, ওমর ফারুক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শ্যামল ভৌমিক, স্বেচ্ছাসেবক দলের নেতা শরীফুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম দেলোয়ার হোসেন, সহ সভাপতি সামছুল হুদা শামীম, সৈয়দ রাজীব ও প্লাবনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।