শতভাগ বিদ্যুতের আওতায় নেত্রকোনার মদন উপজেলার ১৩৭ গ্রাম

স্টাফ রিপোর্টার: নেত্রকোনা মদন উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় এনে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মদন উপজেলা শতভাগ বিদ্যুত কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকাল সাড়ে দশটায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান মদন উপজেলার সকল গ্রাম বিদ্যুতের আওতায় আসার কার্যক্রম প্রধানমন্ত্রীকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অবহিত করেন। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে জানানো হয় যে, মদন উপজেলায় ৮২ কোটি টাকা ব্যয়ে ৫৩০ কিলোমিটার লাইন নির্মান করা হয়। পরে উপজেলার ৩০ হাজার ৩৩৬ জন গ্রাহককে বিদ্যুত সংযোগের আওতায় আনা হয়।
এসময় মদন উপজেলার বিদ্যুতের উপকারভোগী এবং একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার ভিডিওর মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। এসময় অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিয়র রহমান খান, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান,আওয়ামী লীগ নেতা নূর খান মিঠুসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।