আটপাড়ায় বেগম রোকেয়া দিবস পালিত

আটপাড়া প্রতিনিধি: সারা দেশের ন্যায় নেত্রকোনার আটপাড়ায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জয়িতা অন্বেষণে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য রালি উপজেলা পরিষদের সামন থেকে বের করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মেহনাজ ফেরদৌস, অফিসার ইনচার্জ মো: রমিজুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, ৭১’এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মো: আব্দুল হালিম খান, উপজেলা কৃষকলীগের সভাপতি মো: আব্দুল হান্নান, সাবেক বিআরডিবির চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, বানিয়াজান সি.টি. পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিলুফার নাসরিনসহ বিভিন্ন সংগঠনের নারীনেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। অনুষ্ঠান সঞ্চালন করেন বানিয়াজান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমী সাহা। আলোচনা শেষে বেগম রোকেয়া জীবনী নিয়ে একটি নাটক মঞ্চস্থ হয়। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।