নাটোরে বেগম রোকেয়া দিবস পালিত

নাটোর প্রতিনিধি: র‌্যালী, আলোচনা সভা ও মানববন্ধন কর্মসুচির মধ্য নাটোরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শবনম শিরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু, পৌরমেয়র উমা চৌধুরী জলি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসিমা বানু লেখাসহ অন্যন্যরা। এছাড়া জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা এ কর্মসূচীতে অংশ গ্রহন করেন। আলোচনা সভা শেষে ৫টি ক্যাটাগরীতে নির্বাচিত ৫ জন জয়িতাকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।