
মোঃ আনোয়ার হোসেন শরীফ, গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচন বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ম. নূরুল ইসলাম (সংবাদ) ও সাধারণ সম্পাদক পদে আবু কাউছার চৌধুরী রন্টি (রাজগৌরীপুর) বিজয়ী হয়। বিনা প্রতিদ্বন্দ্বীতায় অর্থ সম্পাদক পদে শামীম খান (খবর) ও সহ সাধারণ সম্পাদক মো. সাজ্জাতুল ইসলাম সাজ্জাত (নয়াদিগন্ত) নির্বাচিত হন।
কার্যকরী পরিষদ নির্বাচন প্রধান কমিশনার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আলমগীর হোসেন জানান, সভাপতি পদে ম. নূরুল ইসলাম (সংবাদ) ১৩ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দী বেগ ফারুক আহাম্মেদ (ইনকিলাব) পান ৭ ভোট। সাধারণ সম্পাদক পদে আবু কাউছার চৌধুরী রন্টি (রাজগৌরীপুর) ১৩ ভোটে বিজয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী আব্দুল্লাহ আল আমিন (দিনকাল) পান ৭ ভোট। সহসভাপতি পদে আলী হায়দার রবিন (দৈনিক স্বজন) ১১ ভোটে বিজয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজম জহিরুল ইসলাম (সুবর্ণবাংলা) পান ৮ ভোট, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে তিলক রায় টুলু (ভোরের কাগজ) ১১ ভোটে বিজয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন শাহীন (রাজগৌরীপুর) পান ৭ ভোট। কার্যকরী সদস্য পদে কমল সরকার (যাযাদি), এইচএম খায়রুল বাসার (মানব জমিন), শফিকুল ইসলাম মিন্টু (ইত্তেফাক), ইকবাল হোসেন জুয়েল (ভোরের কাগজ), মো. রইছ উদ্দিন (যুগান্তর), অ্যাডভোকেট জসিম উদ্দিন আহম্মেদ (গৌরীপুর বার্তা) ও কাজী এম.এ মোনায়েম নির্বাচিত হন। সহকারী নির্বাচন কমিশনার গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার আব্দুর রহিম ও গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামূল হক সরকার জানান, ২০জন ভোটের মধ্যে ১৯জন প্রার্থী ছিলো, নির্বাচনে ২০জনই ভোটাধিকার প্রয়োগ করেন।
গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান কাউসার প্রথমপর্বে বার্ষিক প্রতিবেদক ও অর্থ সম্পাদক শামীম খান আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।