মোহনগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত

এস.এম.সারোয়ার খোকন: নেত্রকোনার মোহনগঞ্জে ৮ ডিসেম্বর মুক্ত দিবস পালন করেছেন মুক্তিযোদ্ধা সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। শুক্রবার এ উপলক্ষে নেত্রকোনা – ৪ আসনের এমপি রেবেকা মমিনের নেতৃত্বে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে এক বিশাল শেভাযাত্রা বের করে। শোভাযাত্রা সারা শহর প্রদক্ষিন শেষে আলী উছমান শিশুপার্ক এসে শেষ হয় শোভাযাত্রায় অংশ নেন ও মুক্তিযোদ্ধা মুক্তমঞ্চের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, পৌর মেয়র আ্যডভেকেট লতিফুর রহমান রতন, ইউএনও মেহেদী মাহমুদ আকন্দ, বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শফিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ শহীদ ইকবাল, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আব্দুল হক, মুক্তিযোদ্ধা সন্তান হাবিবুর রহমান খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল মেয়র আ্যডভেকেট আব্দুল হান্নান রতন, মুক্তিযোদ্ধা নেতা মোঃ রফিকুল ইসলাম, শামছুল আলম, চৌধুরী সানাউল হুদা, মুক্তিযোদ্ধা সন্তান মাহবুব হাসান পিয়াস, ইয়াছির আরাফাত রনি কামরুজ্জামান কামরুল হাসান, ইসলাম উদ্দিন, আনোয়ার হোসেন, সোয়েব, মোয়াজ্জেম হোসেন, শফিকুল ইসলাম, অপু প্রমুখ। জুম্মা নামাজের পর পৌর মিলনায়তনে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।