
দেলোয়ার হোসেন, ময়মনসিংহ অফিস: নবগঠিত ময়মনসিংহ বিভাগে আগামী ২৯ ডিসেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের লিখিত পরীক্ষা। ২২ হাজার ৬৬৫ শিক্ষার্থী শহরের ১৯টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। আসছে ৩৮ তম বিসিএস প্রিলিমিনারি পরিক্ষায় প্রশ্নপত্র ফাস ও যে কোন ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থানে আছে সরকারী কর্মকমিশন। পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য গোয়েন্দা নজরদারিসহ হলগুলোতে নিরাপত্বা ব্যাবস্থা এবং প্রার্থীদের অসদুপায় অবলম্বন বন্ধে আইনশৃংক্ষা রক্ষাকারী বাহীনি সহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের প্রধানদের সঙ্গে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য শাহজাহান আলী মোল্লা, বিশেষ অতিথি ছিলেন পিএসসির সচিব আকতারী মমতাজ, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের পুলিশের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। পরীক্ষা গ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। পরীক্ষা চলাকালে ঘড়ি, মোবাইল, ক্যালকুলেটরসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না। সময় জানার সুবিধার্থে প্রতিটি কক্ষে ঘড়ি সরবরাহ করা হবে। পরীক্ষাকেন্দ্রগুলো হচ্ছে আনন্দ মোহন কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ,নাসিরাবাদ কলেজ, নটর ডেম কলেজ, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, ময়মনসিংহ ডিগ্রি কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয়, ময়মনসিংহ মহাবিদ্যালয়, মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ জিলা স্কুল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, মুসলিম হাই স্কুল এবং মৃত্যুঞ্জয় স্কুল।