
বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের ঠাকুরাকোনা রেলওয়ে ব্রীজ পার হওয়ার সময় ব্রীজের উপরের গার্ডারের সাথে ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে গিয়ে মামুন মিয়া (১৬) নামক এক ফেরীওয়ালার করুণ মৃত্যু হয়েছে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদ জানান, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সতিশা গ্রামের বাবুল মিয়ার পুত্র বাবুল মিয়া ট্রেনে পপকর্ণ ফেরী করে জীবিকা নির্বাহ করে আসছিল। প্রতিদিনের ন্যায় মামুন বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরীপুর স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদে পপকর্ণ বিক্রি করার জন্য উঠে। ট্রেনটি ঠাকুরাকোনা রেলওয়ে ব্রীজ পার হওয়ার সময় মামুন হঠাৎ ছাদে দাড়িয়ে পড়লে ব্রীজের উপরের গার্ডারের সাথে ধাক্কা খেয়ে নদীর পূর্ব পাড়ে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে বারহাট্টা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে জি আর পি পুলিশ লাশের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।