গৌরীপুরে ক্রিকেটের বাজির নিয়ে হামলা-ভাংচুর : এসএসসি পরীক্ষার্থীসহ আহত-৩

মোঃ আনোয়ার হোসেন শরীফ, গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বালুচড়া গ্রামে বৃহস্পতিবার ক্রিকেট বাজির ৫০টাকা নিয়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষ, ৪টি বাড়ি ও ১টি দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এসএসসি পরীক্ষার্থীসহ ৩জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বালুচড়া গ্রামের আব্দুল কাইয়ুমের দোকানে টেলিভিশনে ক্রিকেট খেলার ৫০টাকা বাজি (জুয়া) ধরে এসএসসি পরীক্ষার্থী এমদাদুল হকের পুত্র মো. সুমন মিয়া এর সাথে একই গ্রামের আকলাম মিয়ার পুত্র মো. রকিব মিয়া (১৩)। বাজির টাকাকে কেন্দ্র করে বুধবার রাত সাড়ে ১০টার দিকে দু’পরিবারের লোকজনের মাঝে সংঘর্ষ হয়। এ ঘটনায় সুমন মিয়া আহত হয়। বালুচড়া গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র আবুল হোসেন (৬২) জানান, ১৫/২০জনকে নিয়ে বোকাইনগর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. স্বপন মিয়ার নেতৃত্বে আমার বাড়ি ও দোকানের প্রায় দেড় লাখ টাকার মালামাল ভাংচুর করে। নগদ টাকাসহ প্রায় ২লাখ টাকার মালামাল লুট করেছে। তারা আব্দুল্লাহ, ইসলাম উদ্দিন, নুর মোহাম্মদের বাড়িতেও হামলা চালায়। হামলায় তার স্ত্রী হাসিনা খাতুন ও প্রতিবন্ধী কন্যা আহত হয়। হামলা-ভাংচুরের ঘটনা সাজানো উল্লেখ করে ইউপি মেম্বার ইউপি সদস্য মো. স্বপন মিয়া বলেন, ওদিকে কেউ যায়নি। আমার ভাতিজা এসএসসি পরীক্ষার্থীকে ৫০টাকা রকিবের নিকট পাওনা ছিলো, সেটা চাওয়ায় তাকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ জানান, সংঘর্ষের খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।