সিংড়ায় খালের অবৈধ দখল উচ্ছেদের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বিয়াশ ৪ মাথায় এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে ১০টি গ্রামের হাজার হাজার মানুষ অংগ্রহন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য তারেক হোসেন দুলাল, স্থানীয় জনপ্রতিনিধি সিরাজুল ইসলাম শিশির, আবু তাহের মোল্লাসহ এলাকাবাসী। এসময় বক্তারা বলেন, শত বছরের ঐতিহ্যবাহী কাউয়াটিকরি-বিয়াশ খাল দখল করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করেছে কাজী হারুন, সামাদ, আবু সাইদ ও রতনসহ কয়েকজন প্রভাবশালী। এতে পানি প্রবাহ ব্যাহত হওয়া সহ চলনবিলের প্রায় ১০০ একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ করলে প্রভাবশালিরা গ্রামবাসির নামে মামলা দিয়ে হয়রানি করছে। ত সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।