হিন্দু বিবাহ রেজিষ্ট্রেশনের লক্ষ্যে নেত্রকোনায় সচেতনতামুলক সভা

বিশেষ প্রতিনিধি : হব সবাই সচেতন করব বিবাহ রেজিষ্ট্রেশন শ্লোগানকে সামনে রেখে হিন্দু বিবাহ রেজিষ্ট্র্রেশনের লক্ষ্যে গণসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত মত বিনিময় সভা মঙ্গলবার নেত্রকোনা সদর উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। প্রচারণা উইং ভিকটিম পুর্ণবাসন কেন্দ্ নেত্রকোনা এর আয়োজনে জেলা রেজিষ্টার নেত্রকোনা এর সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা ।
এডভোকেট দিলুয়ারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা রেজিষ্টার আব্দুল লতিফ, জেলা সমাজ সেবা উপ-পরিচালক জোয়াদার মোঃ মহিউদ্দিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রপ্ত উপ- পরিচালক মোঃ মিজানুর রহমান , জেলা আইনজীবি সমিতির সভাপতি এড, সিতাংশু বিকাশ আচার্য্য, সাধারন সম্পাদক আমিনুল হক খান মুকুল, এডভোকেট নুরুর রহমান অপু , রবীন্দ্র নারায়ন সরকার প্রমুখ । এ সময় ভিকটিম পুর্নবাসন কেন্দ্রের সাহায্যপ্রাথী সাধারন সদস্যদের মাঝে বস্ত্র ও চাল বিতরন করা হয় ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।