
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে আয়েশা আক্তার (৫০) ও শিউলী আক্তার (৩০) নামের মা-মেয়ে মারা গেছেন। বুধবার রাত পৌনে আটটার দিকে জারিয়া-ময়মনসিংহ রেলপথের ১৫ নং ব্রীজের উত্তর পাশে পূর্বধলা উপজেলার বাড়হা উত্তরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা আক্তার উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল মন্নাছের স্ত্রী ও শিউলী আক্তার তার মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শিউলী ও তার মা আয়েশা আক্তার পাশের বাড়ি থেকে নিজ বাড়ি আসার জন্য রেললাইন পার হচ্ছিলেন। শিউলী রেললাইনটি পার হলেও তার মা রেললাইনে হোঁচট খেয়ে পড়ে যান। এ সময় জারিয়া থেকে ময়মনসিংহগামী ২৭৫ নং আপ ট্রেনটি আসতে থাকে। শিউলী তার মাকে টেনে তোলার চেষ্ঠা করলেও আর শেষ রক্ষা হয়নি। মা-মেয়ে দু’জনই ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন