
দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে মধ্য দিয়ে উপজেলা প্রশাসন এর আয়োজনে দুর্গাপুর মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, স্থানীয় সাংবাদিক ও সূধীজদের উপস্থিতিতে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের সূচনার মধ্য দিয়ে এক বর্নাঢ্য র্যালি পৌরশহরের প্রধান গুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মামুনূর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দুর্গাপুর সার্কেল এর সিনিয়র এএসপি শাহ্ মোঃ শিবলী সাদিক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ,ওসি মোঃ মিজানুর রহমান আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নু, সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার প্রমূখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা সশস্্র রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরকে মুক্ত করে। আমরা তাঁদের শ্রদ্ধার সহিত স্মরন করছি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক কর্মসুচী পালন করেছে।