
ত্রিশাল প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বইলর মোড় এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মুকুল ।অবৈধ স্থাপনা মঙ্গলবার দুপুরে সওজ কর্তৃপক্ষ ভেঙ্গে গুড়িয়ে দেয়।
উপজেলার ২ নং বইলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বইলর মোড় এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে পাকা ভবন নির্মাণ করে। অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার জন্য বেশ কয়েকবার নোটিশ দেন সড়ক ও জনপথ বিভাগ। ওই প্রভাবশালী চেয়ারম্যান কোন ত্বোয়াক্কা না করায় মঙ্গলবার দুপুরে সওজ কর্তৃপক্ষ ওই অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন ভালুকা সড়কও জনপথ উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শরিফুল ইসলাম ও ত্রিশাল শাখার উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।
শরিফুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।