কলমাকান্দায় বাড়ি ঘরে হামলা ও ভাংচুেরর অভিযোগ

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের উত্তর রানীগাও গ্রামে স্থানীয় শালিশ অমান্য করে রোববার বাড়িতে হামলা ভাংচুর মারপিট করে লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে একই গ্রামের মন্তাজ মিয়ার (৫০) বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রী কন্যা সহ আহত হয়েছে দুইজন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে-উপজেলার সীমান্তবর্তী উত্তর রানীগাও গ্রামের নছর আলীর তৃতীয় পুত্র ইসলাম উদ্দিন এর সাথে সহদোর ভাই মন্তাজ মিয়া(৫০), শাহাবুুদ্দিন(৩০), মিল্লাদ মিয়া(২৫) ভাইদের সাথে পারিবারিক জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ২১ শে নভেম্বর মঙ্গবার ইসলাম উদ্দিনের বাড়িতে স্বামী-স্ত্রী কন্যাসহ তাদের উপর মন্তাজ মিয়ার নেতৃত্বে ৫/৭ জন চড়াও হয়, অকথ্য ভাষা গালা-গালি, মারপিট করে। পরে গুরুত্বর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে ৩০ শে নভেম্বর বৃহ¯পতিবার উত্তর রানীগাও বাজারে স্থানীয় শালিশ বসে। উক্ত শালিশের সিদ্ধান্ত অমান্য করে মন্তাজ মিয়ার নেতৃত্বে সাত জন পুনরায় ৩রা ডিসেম্বর রোববার ইসলাম উদ্দিনের বাড়িতে হামলা ভাংচুর চালিয়ে স্ত্রী ছালমা বেগম(৩০) কন্যা রোকসানা আক্তার(১৬) কে মারপিট করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় উত্তর রানীগাও গ্রামে সমাজে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে ইসলাম উদ্দিন বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি মামলা রুজু করেছেন (মামলা নং-১ তারিখ ০৩/১২/২০১৭)। এ বিষয়ে ওসি একেএম মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।