দুর্গাপুর মুক্ত দিবস পালিত

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে দুর্গাপুর মুক্ত দিবস পালিত হয়েছে। সর্বস্থরের অংশগ্রহনে নানা আয়োজনে সোমবার দিনব্যাপি এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও সূধীজনদের উপস্থিতিতে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এক বর্নাঢ্য র‌্যালি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন‘র সঞ্চালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, ওসি শাহনুর এ আলম, উপজেলা আওয়ামীলীগ সদস্য বিপ্লব মজুমদার প্রমূখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা সশস্্র রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুরকে মুক্ত করে। আমরা তাঁদের শ্রদ্ধাভরে স্মরন করছি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজপ্রতিযোগিতার আয়োজন করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।